BlackFly Electric Aircraft: আর শুধু ইলেকট্রিক সাইকেল, স্কুটার, বাইক, কিংবা গাড়ির পর এবার আকাশেও E-র দাপট। ইলেকট্রিক স্কুটারের পর এবার এসে গেল ইলেকট্রিক বিমান। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা পোলো ও র‌্যাকেট ক্লাবে এক অনন্য দৃশ্যে দেখা গেল এক আসনের ইলেকট্রিক বিমান উড়তে। পালো অল্টো-ভিত্তিক সংস্থা 'পিভটাল' তাদের এক আসনের, পুরোপুরি বৈদ্যুতিক উড়োজাহাজ ব্ল্যাকফ্লাই-এর সরাসরি প্রদর্শনী করল।

আটটি ছোট প্রপেলারের সাহায্যে চলা এই ইলেকট্রিক বিমানটি সম্পূর্ণ তৈরি করতে লেগেছে প্রায় ১৫ বছর। সংস্থার দাবি, ব্ল্যাকফ্লাই ব্যবহার করা যাবে বিনোদনের জন্য কিংবা এমন দুর্গম স্থানে পৌঁছতে, যেখানে সাধারণ যান পৌঁছতে হিমশিম খায়। প্রদর্শনীতে থাকা মডেলটির ওজন ছিল ৩৪৮ পাউন্ড (প্রায় ১৫৮ কেজি)। এর বাড়তি সুরক্ষা ব্যবস্থা—যেমন ব্যালিস্টিক প্যারাশুট—যোগ করার কারণে ওজনটা বেড়েছে। পিভটাল ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার দমকল এবং মার্কিন প্রতিরক্ষা দফতরের সঙ্গে আলোচনা শুরু করেছে। লক্ষ্য—জরুরি পরিস্থিতি ও চিকিৎসা সহায়তার কাজে ব্ল্যাকফ্লাই ভাড়ায় দিতে।

দেখুন ইলেকট্রিক বিমানটিকে

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)