বিদায় বেলায় নিজে তো কাঁদলেনই, সঙ্গে কাঁদালেন গোটা টেনিস বিশ্বকে। শুক্রবার লন্ডনের ও'টু এরিনার মঞ্চ তৈরি ছিল রজার ফেডেরারের (Roger Federer) জন্যই। যত আগ্রহ এই ম্যাচ ঘিরেই। তবে পেশাদারি ক্যারিয়ারের শেষ ম্যাচটা জিততে পারেননি ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিরুদ্ধে ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ ব্যবধানে হেরে যান ফেডেরার এবং নাদাল জুটি। লেভার কাপে টিম ইউরোপের প্রতিনিধিত্ব করছিলেন তাঁরা। তবে ম্যাচটা ফেডেরারের কাছে হার-জিতের ছিল না। ম্যাচটা ছিল আবেগের। তাই বিদায় বেলায় চোখের জল ধরে রাখতে পারেননি ফেডেরার। সতীর্থ নোভাক জোকোভিচ (Novak Djokovic), রাফায়েল নাদালরাও (Rafael Nadal) কেঁদে ভাসান। বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদছিলেন নাদাল। জোকোভিচও চোখের জল মুছছিলেন। নিজেকে কিছুটা সামলে পুরো কোর্ট ঘুরে নাদাল, জোকোভিচদের কাঁধে চড়ে বিদায় নেন ফেডেরার।

দেখুন ছবি ও ভিডিও:

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)