ফরাসি ওপেনে (French Open 2025) সেঞ্চুরি হাঁকালেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সোমবার চতুর্থ রাউন্ডে ব্রিটেনের ক্যামেরন নোরিকে স্ট্রেট সেটে ৬-২,৬-৩,৬-২ হারিয়ে ফরাসি ওপেনে তাঁর শততম ম্য়াচটি জিতলেন। ক্লে কোর্টের মহারাজা রাফায়েল নাদাল (১১২)-এর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনে ১০০টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন সার্বিয়ান কিংবদন্তি। প্রসঙ্গত, চারটি গ্র্য়ান্ডস্লামের মধ্যে জকোভিচ সবার আগে  ফরাসি ওপেনেই ১০০টি ম্যাচ জিতলেন। অস্ট্রেলিয়ান ওপেনে ৯৯টি, উইম্বলডনে ৯৭টি ও ইউ ওপেনে ৯০টি ম্য়াচ জেতার নজির আছে জকোভিচে। তিনি দুনিয়ার একমাত্র টেনিস খেলোয়াড় যার প্রতিটি গ্র্যান্ডস্লামে অন্তত ৯০টি-র বেশি ম্যাচ জেতার রেকর্ড আছে।

কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই জকোভিচের প্রতিপক্ষ ক মাস আগে অস্ট্রেলিয়ান ওপেন ও গতবার ফরাসি ওপেনের ফাইনালিস্ট তৃতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভ। এখনও পর্যন্ত জকোভিচ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে একটা সেটেও হারেননি।

১৯ তম বার ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন জোকার

ফরাসি ওপেনে শততম ম্য়াচ জিতলেন জকোভিচ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)