কেনিয়া সফরে গিয়ে প্রথম জয় পেল নাইজেরিয়া ক্রিকেট দল। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কেনিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে আফ্রিকার ক্রিকেটের প্রতিশ্রুতিবান শক্তি নাইজেরিয়া। আর প্রথম দুটি ম্যাচে হারের পর সোমবার সিরিজের তৃতীয় খেলায় কেনিয়া-কে ৩ উইকেটে হারিয়ে দিল নাইজেরিয়া। নাইরোবিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কেনিয়া ৭ উইকেট হারিয়ে তুলেছিল ১৪৯ রান। জবাবে ৪ বল বাকি থাকতে নাইজেরিয়া জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নাইজেরিয়া। কিন্তু ৬ নম্বরে নেমে নাইজেরিয়ার ব্যাটার ভিনসেন্ট আদেওয়া-র ১৮ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসটাই জয়-পরাজয়ে ফারাক গড়ল। তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে স্মরণীয় জয় এনে দেন ভিনসেন্ট। পাশাপাশি তিনি দুটি উইকেটও নেন।

সিরিজের প্রথম দুটি ম্যাচে কেনিয়া জেতে যথাক্রমে ২৯ রান ও ৪ উইকেটে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে কাল, মঙ্গলবার ও বুধবার।

দেখুন স্কোরবোর্ড

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)