লরিয়েস ওয়ার্ল্ড স্পোটসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি। সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে মধ্যে ঘোষণা করা হয় লিওনেল মেসির নাম।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার কারনে মেসিকে দেওয়া হল এই সম্মান। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরষ্কারে ভূষিত হলেন মেসি। তিনিই প্রথম ব্যক্তি যিনি এক সঙ্গে টিম অ্যাওয়ার্ড এবং ব্যক্তিগত অ্যাওয়ার্ড একসঙ্গে পেলেন।
এর পাশাপাশি ওয়ার্ল্ড কামব্যাক অ্যাওয়ার্ডও ঘোষণা করা হয়, ক্রিশ্চিয়ান এরিকসনকেদেওয়া হয় এই পুরষ্কার। ২০২১ সালে ইউরো ২০২০ খেলায় ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে আঘাত পান এরিকসন। হার্টের সমস্যা দেখা দেয় খেলা চলাকালীন।
পুরষ্কার পাওয়ার পর মেসি জানান, এবছরের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুব খুশি, বিশেষত যেখানে আমি থাকি।আমি এটিকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি।কাতারে এটা খুবই সুন্দর একটি মূহূর্ত, ট্রিটাই ছিল যেটা এখনও পর্যন্ত ছিল না, এটা আমার সতীর্থরা এবং দেশের জন্য খুব স্পেশাল, ফুটবল সসবসময় আমার জীবনের একটা অংশ, সাধারনভাবে খেলা মানুষকে একত্রিত করে বলে জানান তিনি।
Lionel Messi wins Laureus Sportsmen of the Year 2023 award
Read @ANI Story | https://t.co/W2T1hLq0Jt#LionelMessi #LaureusSportsmenOfTheYear #BestPlayer pic.twitter.com/PKQmKyGYSZ
— ANI Digital (@ani_digital) May 9, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)