প্যারিসে আয়োজিত বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুতেই বিদায় নিলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। সোমবার বিশ্ব ব্য়াডমিন্টনের প্রথম দিনে প্রথম রাউন্ডে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য হারলেন দুনিয়ার এক নম্বর শাটলার চিনের শি ইউ কুইয়ের বিরুদ্ধে। ৫৪ মিনিটের টানাটন লড়াইটয়ের শেষের দিকে দারুণ লড়াই করলেও বিশ্বের ২১ নম্বর খেলোয়াড় লক্ষ্য হারলেন ১৭-২১, ১৯-২১। দ্বিতীয় গেমে শুরুতে এগিয়ে থাকলেও শি কুইয়ের ফিটনেসের কাছে শেষের দিকে এঁটে উঠতে পারলেন না ভারতের তারকা শাটলার। চলতি বছর এটা নিয়ে লক্ষ্য সেন মোট সাতটি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। চলতি বছর তিনি শুধুমাত্র ম্যাকাও ওপেনের সেমিফাইনাল ও ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।
চলতি বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে ভারতের বাজি ১৫ তম বাছাই পিভি সিন্ধু প্রথম রাউন্ডে খেলবেন ৬৬ তম বাছাই বুলগেরিয়ার কালোয়ানা নালবানতোভার বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় খেলবেন ফিনল্য়ান্ডের জোয়াকিম ওল্ডোরফের বিরুদ্ধে। পুরুষদের ডবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি প্রথম রাউন্ডে বাই পেয়েছেন।
দেখুন খবরটি
#BWFWorldChampionships2025 – R1
Shi Yu Qi bt Lakshya Sen 21-17, 21-19
Lakshya out in round one after a tight 54-minute battle. Shi moves on.#BWFWorldChampionships #LakshyaSen #ShiYuQi #badminton #Paris2025 pic.twitter.com/BTZ1h2llOO
— Deccan Chronicle (@DeccanChronicle) August 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)