মোহালিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস করল ৫ উইকেটে ১৯১ রান। মোহালিতে পিচ একেবারে ব্যাটিং সহায়ক, তবে মাঠ বড়। চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচে জিততে হলে শুরুটা ভাল করতে হবে নীতীশ রানার দলকে। বীর-জারা দ্বৈরথে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার।
শুরু থেকেই পঞ্জাবের ইনিংস বড় রানের দিকেই এগোচ্ছিল। দারুণ খেলছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাক্ষে। ৩২ বলে হাফ সেঞ্চুরি করে দলকে স্বস্তি দিয়েছিলেন রাজাপাক্ষে। সঙ্গে অধিনায়ক শিখর ধাওয়ানও ভাল খেলেছিলেন। তবে হাফ সেঞ্চুরি করার পরেই রাজাপাক্ষের আউট আর বরুণ চক্রবর্তীর বলে শিখর ধাওয়ান (২৯ বলে ৪০) আউট হয়ে যাওয়ার পর কেকেআর কিছুটা ম্যাচে ফিরেছিল। শেষের দিকে ১৫ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান স্যাম কারান। আরও পড়ুন-ভক্তদের মধ্যে হিট হয়ে গেল ভোজপুরি কমেন্ট্রি! নেট দুনিয়া প্রশংসায় পঞ্চমুখ
কেকেআর-এর কিউই পেসার টিম সাউদি ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন। সেরা বোলার বরুণ চক্রবর্তী (৪ ওভার ২৬ রান দিয়ে ১ উইকেট), সুনীল নারিন ও উমেশ যাদব একটি করে উইকেট নেন।
কেকেআর একাদশ- গুরবাজ, মনদীপ সিং, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অঙ্কুল রয়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
দেখুন টুইট
🎯 - 1⃣9⃣2⃣
Eibar palla of our batters. Chase kora jaak! #PBKSvKKR | #AmiKKR | #TATAIPL 2023
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)