Kiss Cam: ক্রিকেট মাঠে গ্যালারি বরাবরই নানা কারণে আকর্ষণীয় হয়ে ওঠে। শনিবার পার্লে দক্ষিণ আফ্রিকার ফ্র্য়াঞ্চাইজি টি-২০ লিগে আকষর্ণীয় খেলার মাঝে নজর কাড়ল গ্যালারির এক ঘটনাও। সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম পার্ল রয়্যালসের ম্যাচের মাঝে বড় স্ক্রিনে ফুটে ওঠে গ্যালারিতে বসা দুই দর্শকের চুম্বনের দৃশ্য। একটা ভাল শটের পর খুশিতে সেই দুই দর্শকের হাতে ছিল পার্ল রয়্যালস ফ্র্যাঞ্চাইজির পতাকা। ভিডিয়োটি দেখানোর সময় মজা করে লেখা হয়, এটি 'কিস ক্যামেরা'য় তোলা। দক্ষিণ আফ্রিকায় খেলার মাঠে এমন দৃশ্য অবশ্য মাঝেমাঝেই দেখা যায়।
এই ম্যাচে সাইরাইজার্স ইস্টার্ন কেপ-কে ৯ উইকেটে হারায় পার্ল রয়্যালস। ১৭৫ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় ডেভিড মিলারের নেতৃত্বে খেলা পার্ল রয়্যালস। পার্ল রয়্যালসের হয়ে দারুণ খেলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (৪৪ বলে ৬২ অপরাজিত)। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন দীনেশ কার্তিক (পার্ল রয়্যালস)।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
Kiss Cam is back! 😂💗 pic.twitter.com/hVEdGHdX0C
— Paarl Royals (@paarlroyals) January 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)