এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় পুরুষ কাবাডি দল তাদের অপরাজিত অভিযান অব্যাহত রেখেছে। বুধবার গণপ্রজাতন্ত্রী চীনের হাংজুতে জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে থাইল্যান্ডকে ৬৩-২৬ পয়েন্টে হারিয়েছে ভারতীয় পুরুষ কাবাডি দল। এই ৩৭ পয়েন্টের ব্যবধান ভারতকে এশিয়ান গেমস ২০২৩ কাবাডি গ্রুপের শীর্ষে থাকতে সাহায্য করেছে পবন সেহরাওয়াতের নেতৃত্বাধীন ভারতকে। গ্রুপের অন্য দল চাইনিজ তাইপেও দু'টি জয় পেলেও ভারতের +৭৪ পয়েন্টের তুলনায় +৩৭ পয়েন্টের ফারাক রয়েছে। প্রথমার্ধের শুরুতেই ভারতীয় কবাডি দলকে এগিয়ে দেন নবীন কুমার ও অর্জুন দেশওয়াল। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম পাঁচ মিনিটেই ১১-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ৩৭-৯ গোলে এগিয়ে গেলে বিরতির পর ভারতের আসলাম ইনামদার, আকাশ শিন্ডে ও নীতিন রাওয়াল এগিয়ে আসেন। রেডের মাধ্যমে গোল করার পাশাপাশি থাইল্যান্ডের বিরুদ্ধে বোনাস পয়েন্ট জেতার দিকেও নজর দিয়েছে ভারত। বৃহস্পতিবার 'এ' গ্রুপে প্রথম স্থানের জন্য ভারতীয় কাবাডি দল খেলবে চাইনিজ তাইপে ও জাপানের বিরুদ্ধে। Annu Rani: নীরজের খেলায় সোনার মেয়ে অন্নু রানি, স্টিপলচেজের পর জ্য়াভলিনে দারুণ পারফরম্যান্সে ভারতের ১৫ তম সোনা
KABADDI
India beat Thailand with ease in the Men's Group Stage. 🇮🇳💙#AsianGames #AsianGames #Kabaddi #SKIndianSports pic.twitter.com/fQIl8rd9NB
— Sportskeeda (@Sportskeeda) October 4, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)