মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ভারতের দশটা উইকেটই তুলে নিয়ে ইতিহাস গড়লেন নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল (Ajaz Patel)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এজাজের আগে মাত্র দু জন বোলার এক ইনিংসে দশটা উইকেট পেয়েছিলেন-ইংল্যান্ডের জিম লেকার, ভারতের অনিল কুম্বলে (Anil Kumble)।
১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ইনিংসে দশ উইকেট নেওয়া কুম্বলে আজ টুইটে এজাজকে অভিনন্দন জানিয়ে বললেন, দারুণ বল করলে। পারফেক্ট টেন ক্লাবে তোমায় স্বাগত। টেস্টের প্রথম দু দিনেই এমন কাজ করতে সত্যি দারুণ কিছু করতে হয়।" আরও পড়ুন: ইনিংসে দশ উইকেট তুলে নিয়ে ইতিহাসে এজাজ প্যাটেল, 'পারফেক্ট টেন' ক্লাবে জিম লেকার-কুম্বলদের সঙ্গে কিউই স্পিনার
দেখুন টুইট
Welcome to the club #AjazPatel #Perfect10 Well bowled! A special effort to achieve it on Day1 & 2 of a test match. #INDvzNZ
— Anil Kumble (@anilkumble1074) December 4, 2021
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)