SAFF U-19 Championship: ফাইনালে বাংলাদেশ (Bangladesh)কে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জিতল ভারতের ছোটরা। রবিবার অরুণাছল প্রদেশে আয়োতি ফাইনালে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে কাপ জিতল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। টাইব্রেকারে শেষ দুটি শট মিস করে বাংলাদেশের ছোটরা। শেষ শটটি দুরন্ত কায়দায় বাঁচান সূরয সিং। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ম্যাচের দু মিনিটে সিংমায়ুম শামি-র করা দুরন্ত ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে ছিল ভারতের ছোটরা। এরপর ৬১ মিনিটে বাংলাদেশের হয়ে সমতায় ফেরান মহম্মদ জয় আহমেদ। নির্ধারিত সময়ে ১-১ শেষ হওয়ার পর ফাইনাল গড়ায় টাইব্রেকারে। স্নায়ুর লড়াইয়ে জিতে বাজিমাত করে ভারতের ছোটরা। পুরো টুর্নামেন্টে ১৬টি গোল করে অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা।
টাইব্রেকারের দ্বিতীয় শটটি মিস করে, ভারত পিছিয়ে পড়েছিল, কিন্তু এরপর খাদের কিনারায় দাঁড়িয়ে নাটকীয় কায়দায় ছোটদের সাফ কাপ জিতল ভারত। টাইব্রেকারে শেষ দুটি শট মিস করে বাংলাদেশের ছোটরা। শেষ শটটি দুরন্ত কায়দায় বাঁচান সূরয সিং।
টাইব্রেকারে জয়সূচক গোলটি
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 ⚡⚡⚡#BANIND #BlueColts #U19SAFF2025 #IndianFootball ⚽️ pic.twitter.com/LFvl0DCu33
— Indian Football Team (@IndianFootball) May 18, 2025
এবার নিয়ে মোট চতুর্থবার এই টুর্নামেন্টে খেতাব জিতল ভারত। এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সব কটি ম্যাচে জিতেই চ্যাম্পিয়ন হল ভারত। লিগ পর্বে শ্রীলঙ্কাকে ৮-০ ও নেপালকে ৪-০ গোলে হারিয়েছিল ভারতের ছোটরা। এরপর সেমিফাইনালে মলদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। একবারে শেষে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)