সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে স্প্যানিশ লিগ (Spanish Football League) এর ম্যাচে মায়োর্কার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid) । শেষ মিনিটের গোলে অবিশ্বাস্য জয় পেয়ে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের ক্ষীণ আশা বেঁচে রইল। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলে গতকালই লিগ শিরোপা (LaLiga title) নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। কিন্তু রিয়ালের কাছে পরাজয়ে হান্সি ফ্লিকের দলের অপেক্ষা একটু বাড়ল। বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলেই তবেই শিরোপা পুনরুদ্ধার করবে কাতালান দলটি।
খেলায় প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের একাদশ মিনিটে মার্তিন ভালিয়েন্ত মায়োর্কাকে এক গোলে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে চমৎকার গোলে সমতা ফেরান এমবাপে।এই গোলে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোল হলো ২৮টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি। দ্বিতীয়ার্ধের শেষে ইনজুরি তাইম হিসাবে পাঁচ মিনিট যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান রামন। উল্লাসে ফেটে পড়ে গোটা বের্নাবেউ।
Real Madrid keep the title race alive for at least another day with a late winner! 😳#RMAMLL
𝐂𝐡𝐞𝐜𝐤 𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐦𝐚𝐭𝐜𝐡 𝐬𝐭𝐚𝐭𝐬 ⤵️https://t.co/fT5h779eAA pic.twitter.com/i8DnHGf4Xr
— Flashscore.com (@Flashscorecom) May 14, 2025
৩৬ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সেলোনা। আর ৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে মায়োর্কা।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)