২০২৫ সালে আর ইউরোপে ফিরছেন না নেইমার ‍জুনিয়র (Neymar Jr.)। নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের (Santos FC) সঙ্গে চুক্তি নবায়ন করলেন তিনি। নতুন চুক্তিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকবেন তিনি। মঙ্গলবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস।চুক্তি নবায়ন করে নেইমার বলেছেন, ‘ সান্তোস শুধুই আমার দল নয়. এটা আমার বাড়ি, আমার ইতিহাস এবং আমার জীবন। এখানে এক বালক থেকে বড় হয়েছি এবং এ ক্লাব আমার সত্যিকার ভালোবাসা। এখানে আমি নিজের মতো থাকতে পারব, সত্যিকার খুশি থাকব। আমার কেরিয়ারে অপরিপূর্ণ স্বপ্নগুলো এখান থেকে পূরণ করতে চাই।'

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে এসেছিলেন নেইমার। একের পর এক ইনজুরিতে এখনও জর্জরিত নেইমার। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন নেইমার। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষে আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। বিশ্বকাপের আগে ইউরোপে ফেরার আবার সুযোগ আসবে তাঁর কাছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)