লা লিগায় হেতাফের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আবার ফিরে পেল আলোনসোর দল।পুরো ম্যাচে আধিপত্য থাকা সত্ত্বেও রিয়াল প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয়। ৯টি শট নিয়েও গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় হেতাফের।

ম্যাচের ৪৪ ও ৮৪ মিনিটে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। ফলে এই হাফে নয় জনের দল নিয়ে খেলতে হয় তাদের। হেতাফের গোল হজম করে দ্বিতীয় হাফের ৩ মিনিটে। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপে। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সিলোনা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)