তিন বছরের চুক্তিতে প্রবীর দাসকে দলে নিয়েছে কেরল ব্লাস্টার্স এফসি। অতীতে এটিকে এফসি, এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির হয়ে প্রতিনিধিত্ব করেছেন প্রবীর। এবার আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে তাঁকে দেখা যাবে হলুদ জার্সিতে। আইএসএলে ১০৬টি ম্যাচ খেলে ৭টি অ্যাসিস্ট করেছেন পশ্চিমবঙ্গের এই ফুটবলার। কেরিয়ারে এ পর্যন্ত ৬৩টি সুযোগ তৈরি করেছেন এবং নিজেকে লিগের অন্যতম সেরা অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে গড়ে তুলেছেন। কেরল ব্লাস্টার্সের স্পোর্টিং ডিরেক্টর ক্যারোলিস স্কিনকিস সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'শিরোপা জয়ের অভিজ্ঞতার সম্পদ নিয়ে দলে এসেছেন প্রবীর দাস। আমরা আশা করছি সিনিয়র খেলোয়াড় হিসেবে তাঁর উপস্থিতি মাঠের বাইরে ও মাঠের ভেতরে দলের তরুণ সদস্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।' এখন কেরল ব্লাস্টার্স এফসির ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচের অপেক্ষায় প্রবীর।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)