আগামী জুনে সিনিয়র পুরুষ ফুটবল জাতীয় দলের ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ আয়োজন করবে ভুবনেশ্বর বলে বুধবার এআইএফএফ-এর তরফে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ থেকে ১৮ জুন ফিফা আন্তর্জাতিক চার দলের ইন্টারকন্টিনেন্টাল কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক ভারতের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু। এটি ইন্টারকন্টিনেন্টাল কাপের তৃতীয় আসর। এর আগের দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে মুম্বাই ও ২০১৯ সালে আহমেদাবাদে। এর আগে গত মাসে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিল মণিপুর। ভারতীয় পুরুষ জাতীয় দল এর আগে কখনও মঙ্গোলিয়া ও ভানুয়াতুর বিরুদ্ধে খেলেনি। লেবাননের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আয়োজকদের। ২০২২ সালের ৮ জুন কলকাতায় এএফসি এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ভারত।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)