চলতি ২০২৩-২৪ মরসুমে জর্ডানের ২৬ বছর বয়সী সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। চলতি মরসুমে জর্ডান এলসির বদলি হিসেবে মাহেরকে দলে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কলকাতায় এসে পৌঁছবেন মাহের। সম্ভবত বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির পরের ম্যাচেই দেখা যাবে তাঁকে। হিজাজি মাহের জর্ডনের একজন সেন্টার-ব্যাক হিসেবে খেলা ফুটবলার। ২৬ বছর বয়সী এই তারকা ফুটবলার লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন। গত মরসুমে জর্ডান প্রিমিয়ার লিগ থেকে আল-হুসেইন এসসির হয়ে এবং ইরাক প্রিমিয়ার লিগের জাখো এসসির হয়ে মাহের ২৯টি ম্যাচে পাঁচটি গোল করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে দুটি জর্ডন এফএ কাপ এবং একটি জর্ডন সুপার কাপ। এছাড়াও, তিনি ২০২১ মরসুমে একজন খেলোয়াড়ের মাঠে সর্বোচ্চ সময় কাটানোর নতুন রেকর্ড গড়েন। জর্ডনের জাতীয় দলের হয়ে বহুবার ডাক পেলেও এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি তাঁর। India vs Saudi Arabia, Round of 16, Asian Games 2023 Live Streaming: ভারত বনাম সৌদি আরব, রাউন্ড অফ ১৬, এশিয়ান গেমস ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
দেখুন পোস্ট
— East Bengal FC (@eastbengal_fc) September 28, 2023
🚨 ANNOUNCEMENT🚨@eastbengal_fc has roped in 26 year old 🇯🇴 Hijazi Maher as the replacement of Jordan Elsey.#JoyEastBengal #IndianFootball #EastBengalFC #ISL10 pic.twitter.com/rUOwpCk9MI
— East Bengal History🔴🟡 (@ebfchistory) September 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)