৯ বছরের দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রেমিকা জর্জিনা-র ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনাকে আরও একটু উসকে দিয়েছে দুজনের অনুরাগীদের কাছে। গতকাল সোমবার (১১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জর্জিনা( Georgina Rodríguez) জানান খুশির এই খবর। হাতে হীরার আংটি পরা ছবির ক্যাপশনে তিনি লেখেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও। ছবিটি সৌদি আরবের রিয়াদ শহরে তোলা, যেখানে রোনালদো বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন।

ভক্ত ও অনুরাগীরা মনে করছেন অবশেষে বহুল প্রতীক্ষিত সেই ক্ষণটা এসেই গেল। গুচির এক শোরুম থেকে যে গল্পটা শুরু হয়েছিল, সেটিই এখন চূড়ান্ত পরিণতি পাওয়ার অপেক্ষায়।

 

View this post on Instagram

 

A post shared by Georgina Rodríguez (@georginagio)

এখন সবার অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ফুটবল জগতের এই তারকা জুটি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)