শনিবার ২৫ নভেম্বর চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির বিপক্ষে ইস্টবেঙ্গল এফসি ১-১ গোলে খেলা ড্র করে। গতকাল লিগ টেবিলে দুই দলই জয়ের জন্য ছিল বেশ মরিয়া। গতকালের ম্যাচে শুরুর লাইনআপে ২১ বছর বয়সী বিষ্ণু পিভি (Vishnu PV) ও অভিজ্ঞ ডিফেন্ডার হিজাজি মাহেরকে (Hijazi Maher) মাঠে নামান কার্লেস কুয়াড্রাট। শুরুর ১০ মিনিটের মধ্যে দুই দলই গোলের বেশ কিছু সুযোগ পায়। কর্নার সিচুয়েশন থেকে মাহেরের হেডে ইস্টবেঙ্গল গোলের সুযোগ পেলেও লাল-হলুদ ব্রিগেড থেকে কোনো গোলই কিন্তু আসেনি। এরপর আয়ুষ অধিকারীর (Ayush Adhikari) আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধে চেন্নাই ম্যাচে ফিরে আসে, নিন্থোই মিটেই-র (Ninthoi Meetei) শেষ মুহূর্তের গোলে খেলা ড্র হয়। সেই গোলের পর চেন্নাই খেলায় গতি পায় ঠিকই কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি হলেও ইস্টবেঙ্গল আটকাতে সক্ষম হয়। এই ড্রয়ে কলকাতার জায়ান্টরা তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে, আর চেন্নাইয়ান এফসি সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। FIFA Under 17 World Cup: উজবেকদের হারিয়ে ছোটদের বিশ্বকাপের সেমিতে ফ্রান্স
So close, but yet so far for #IrfanYadwad & @ChennaiyinFC to grab the 3 points 😥#ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 #ChennaiyinFC #EastBengalFC | @JioCinema @Sports18 pic.twitter.com/VD42pOefoy
— Indian Super League (@IndSuperLeague) November 25, 2023
FT| Spoils shared in Chennai.#CFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/UeOt923u5y
— East Bengal FC (@eastbengal_fc) November 25, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)