রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিনে দারুণ এক জয় পেল বার্সেলোনা। সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় জাভি হার্নান্দেজের দল। দলের হয়ে হ্যাটট্রিক করেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি (Robert Lewandowski)। প্রথমার্ধেই লামিনে ইয়ামালের গোলে বার্সিলোনা এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। কোনও গোল না পেলেও, তিনটি গোলে অবদান রাখেন মার্কাশ র্যাশফোর্ড। ম্যাচে প্রায় ৬২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে বার্সিলোনা। সেল্তার ৫ শটের ৩টি ছিল লক্ষ্যে।
Robert Lewandowski hits a hat-trick in his first game back after injury as Barcelona beat Celta and take second place in LaLiga 👑📈🍿 pic.twitter.com/aRvAb5VuJa
— OneFootball (@OneFootball) November 9, 2025
১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে বার্সিলোনা। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ, যারা দিনের শুরুতে গোলশূন্য ড্র করে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)