শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে (Rosario Central) ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে দুই বছরের চুক্তি শেষে আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিলেন ৩৭ বছর বয়সী মারিয়া (Ángel Di Maria)।ইউরোপে দীর্ঘ ১৮ বছরের অধ্যায় শেষে আবার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দিলেন তিনি। সেই ক্লাবের যুব দলে যোগ দেওয়ার পর সিনিয়র দলেও দুই মরসুম খেলে ২০০৭ সালে রোজারিও ছেড়ে বেনফিকায় যোগ দিয়েছিলেন মারিয়া। এরপর রিয়াল মাদ্রিদে কাটান পাঁচ মরসুম। ক্লাবটির হয়ে বেশকিছু শিরোপা জিতেছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে খেলার পর এবার আবার জন্মস্থানে ফিরলেন তিনি।
তবে বেনফিকার হয়ে আগামী মাসে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলবেন মারিয়া। এরপর রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন এই তারকা। পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার রোজারিওতে ফেরার ঘোষণা করেন মারিয়া।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)