ব্রাবোর্নে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)  বিরুদ্ধে প্রথম ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) করল ২১৫ রান। শুরুতে পৃথ্বী শ-ডেভিড ওয়ার্নরের ঝড়, শেষের দিকে অক্ষর প্যাটেল-শার্দুল ঠাকুরের দারুণ ব্যাটিংয়ে ভর করে চলতি আইপিএলের সর্বোচ্চ রান করল দিল্লি ক্যাপিটালস। ২৯ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ।

পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন পৃথ্বী। দিল্লির অপর ওপেনার ওয়ার্নার ৪৫ বলে ৬১ রান করেন। ওয়ার্নার-পৃথ্বী ওপেনিং জুটিতে ৫২ বলে ৯৩ রান করেন। তিন নম্বরে নেমে ১৪ বলে ২৭ রানের উপযোগী ইনিংস খেলেন। শেষের দিকে ষষ্ঠ উইকেটে অক্ষর-শার্দুল ২০ বলে ৪৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করেন। অক্ষর ১৪ বলে ২২ ও শার্দুল ১১ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

কেকেআর পেসার উমেশ যাদব দেন ৪৮ রান দিয়ে নেন ওয়ার্নারের উইকেট, প্যাট কামিন্সের চার ওভারে দিল্লি করে ৫১ রান। তার মানে কলকাতার দুই পেসার ৮ ওভারে দেন ৯৯ রান।  নারিন ২১ রান দিয়ে নেন ২টি উইকেট, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল নেন ১টি উইকেট। আরও পড়ুন: ম্যাচের ৯১ মিনিটে নিজের বক্স থেকে লম্বা শটে অবিশ্বাস্য গোল গোলকিপারের, ভাইরাল ভিডিও

দেখুন টুইট

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)