ইডেন গার্ডেন্সে মধ্যেই শুরু করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ও বাংলার উইকেটে রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সোমবার প্রথম দিনের কোচিংয়ে মূলত ভোকাল টনিক এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এদিন প্রথম কোচিং এর প্রশিক্ষণ শিবিরে হেড কোচ শ্রী সাহা বলেন - বেশি বক্তব্য নয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি এবং বলেছেন, কাজ করেই দেখাতে হবে। তিনি আরও বলেন, মূল ফোকাস হল - স্কিলে গুরুত্ব আরোপ করা। দলগতভাবেই তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাক্তিগত ক্রীড়া নৈপুণ্যের চেয়েও দলগত সংহতিতে জোর দিতেই চান তিনি এদিন সে কথা ও সকলকেই জানানো হয়। প্রথমদিনের অনুশীলন শিবিরে ওয়ার্ম - আপ ও শারীরিক সক্ষমতার ক্লাস নেওয়া হয়েছে।
40-year-old Wriddhiman Saha became the head coach of Bengal's Under 23 team.#WriddhimanSaha #Coach #Bengal pic.twitter.com/l36JHu472w
— Anil Kumar (@Anilkumarsports) August 5, 2025
এদিনের শিবিরে কোচ উৎপল চ্যাটার্জি ও দেবব্রত দাস উপস্থিত ছিলেন। তিন ঘন্টা ধরে তা হয়েছে।এছাড়াও কন্ডিশনিং কোচ - সাবির আলি, ভিডিও আ্যনালিস্ট মুকেশ সিনহা, ফিজিওথেরাপিস্ট দীপ্তি রঞ্জন পরিদা, ম্যাসিওর মৃণাল কান্তি পাল শিবিরে হাজির ছিলেন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)