RCB Fans Viral Video: অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ২০২৫ আইপিএল সিজন শেষে ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি তুলে নিয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তারা পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৬ রানের ব্যবধানে হারিয়েছে। তাই গত রাত থেকে আরসিবি ভক্তদের উদযাপন যেন থামতেই চাইছে না। সেরকমই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। মজার সেই ভিডিওতে দেখা যাচ্ছে আরসিবি (RCB) ফ্যানরা তাদের দলের বিজয় উদযাপন করছে রাস্তায়। সেই সময় ঝামেলা আটকাতে একজন পুলিশ অফিসার জনতার দিকে এগিয়ে আসেন লাঠি চার্জ করতে। কিন্তু, আরসিবি ফ্যানরা পালানোর বদলে তাঁকেই কোলে তুলে নিয়ে নাচতে শুরু করে। এরপর পুলিশ অফিসারও ফ্যানদের সাথে নাচতে থাকেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এবং সংবাদসংস্থা TV9 এই ভিডিওটি প্রথম শেয়ার করেছে। জানা গিয়েছে ভিডিওটি কর্ণাটকের। RCB Victory Parade: বিরাট কোহলিকে বিমানবন্দরে স্বাগত জানালে ডিকে শিবকুমার, বিধান সৌধের বাইরে উপচে পড়া ভিড়
লাঠিচার্জ করতে আসা পুলিশকে কোলে তুলেই নাচ
Police Inspector came with Lathi to disperse RCB fans. RCB fans lifted him and danced😭pic.twitter.com/CXbJrRL65s
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)