ডেভন কনওয়ে (Devon Conway) ও ফিন অ্যালেনের (Finn Allen) শূন্যস্থান পূরণে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে (New Zealand Cricket Central Contract) জায়গা পেয়েছেন নাথান স্মিথ (Nathan Smith) ও জশ ক্লার্কসন (Josh Clarkson)। কনওয়ে এবং অ্যালেন দুজনেই জানুয়ারিতে টি-টোয়েন্টি লিগকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন যার ফলে স্মিথ এবং ক্লার্কসন জাতীয় সেটআপে জায়গা করে নিয়েছেন। এসএ ২০ লিগে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলতে যাওয়া কনওয়ে কেন উইলিয়ামসনের মতো ক্যাজুয়াল চুক্তি বেছে নিয়েছেন, যাতে তিনি তার লিগের বাধ্যবাধকতা পূরণ করা ছাড়াও জাতীয় নির্বাচনের জন্য যোগ্য থাকতে পারেন। অন্যদিকে বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ স্কর্চার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন অ্যালেন। তবে, তিনি কেস-বাই-কেস ভিত্তিতে নিউজিল্যান্ডের নির্বাচনের জন্য খেলতে পারেন তিনি। জশ ক্লার্কসন এরই মধ্যে নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এদিকে নাথান স্মিথ এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না করেননি। AFG vs NZ in India Schedule: নয়ডায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট, ঘোষিত তারিখ
একনজরে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি তালিকার ক্রিকেটাররা
New Zealand have finalized a list of 20 names for their 2024/25 central contracts list.
Details ➡️ https://t.co/MeE9qjZxyw pic.twitter.com/Wo6QP2BNjN
— ICC (@ICC) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)