রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৬ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়ার নজির গড়ে চমকে দিয়েছেন স্পিনার-অলরাউন্ডার জলজ সাক্সেনা (Jalaj Saxena)। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলেও জাতীয় দলে শিঁকে ছেড়ে না জলজের। অথচ আইপিএলে এক-আধ মরসুম ভাল খেলেই অনেকেই জাতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন। মধ্যপ্রদেশের ৩৭ বছরের স্পিনার-অলরাউন্ডার ভারতীয় ক্রিকেটের বঞ্চনার মুখ বলা চলে। সেই বঞ্চিত জলজকে তাঁর অনন্য কৃতিত্বের জন্য ১০ লক্ষ টাকা ও ট্রফি দিয়ে সম্মান জানাল কেরল ক্রিকেট সংস্থা। ২০১৬ সাল থেকে কেরলের হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলছেন জলজ। তার আগে তিনি ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত তাঁর নিজের রাজ্য মধ্যপ্রদেশের হয়েই খেলতেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪৪টি ম্যাচ খেলে ৬ হাজার ৮৩০ রান ও ৪৬৩টি উইকেট পেয়েছেন জলজ। লিস্ট এ ক্রিকেটে ২ হাজারের বেশী রান ও শতাধিক উইকেট আছে ইন্দোরের জলজের।
জলজকে বিশেষ সংবর্ধনা কেরল ক্রিকেটের
10 LAKH & MEMENTO FOR JALAJ SAXENA 🏆
- Kerala Cricket Association has awarded 10 Lakh for becoming the first cricketer to complete 6000 runs & 400 wickets in Ranji Trophy history. ⚡ pic.twitter.com/vgHPCXfGsr
— Johns. (@CricCrazyJohns) November 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)