ভারতের অনূর্ধ্ব ১৯ দল (India U19 National Team) ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিবসীয় ক্রিকেট ম্যাচের সিরিজ ৩-২ ফলে জয় করেছে। সিরিজের শেষ ম্যাচে গতকাল, ওরসেস্টারের কাউন্টি মাঠে ইংল্যান্ড, ভারতকে ৭ উইকেটে হারিয়ে দেয়।তবে ম্যাচ হারলে আয়ুষ মাত্রের অধিনায়কত্বে ভারত সিরিজটি নিজেদের পকেটে পুড়ে নেয়। শেষ ম্যাচে ভারত নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে, ৯ উইকেট হারিয়ে ২১০ রান করে। আর এস আম্ব্রিশ ৬৬ রান করে নট আউট থাকেন। ইংল্যান্ড ৩২ ওভারে, ৩ উইকেটের বিনিময়ে এই রান তুলে নেয়। ওপেনার বেন ডকিন্স ৬৬ ও বেন মায়েসের অপরাজিত ৮২ রান ইংল্যান্ডকে জয়ের দিকে অগ্রসর করে। ভারতের নমন পুষ্পক ২ টি ও দীপেশ দেবেন্দ্রন ১ টি উইকেট নেন।
s finished the youth ODI series on a high with a 7-wicket win over India U19 at New Road, Worcester. 💪🏏🏴 https://t.co/s6EaIhmxj1#ENGvIND #U19Cricket #YouthODI pic.twitter.com/bzYBY08PDq
— Cricket World (@Cricket_World) July 7, 2025
এরপর ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে, আরও দুটি যুব টেস্ট ম্যাচ খেলবে, ভারতের অনূর্ধ্ব ১৯ দল। বেকেনহ্যামে আগামী ১২ ই জুলাই থেকে যুব টেস্ট শুরু হবে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)