আগামী ১৮-২৩ আগস্ট মালাহাইডে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ২০২৩ সালের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে তারা। এর আগে ২০২২ সালে ভারত-আয়ারল্যান্ড দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে প্রায় হেরে যায় ভারত। ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এরপর ১৬ থেকে ২৮ এপ্রিলের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। আগামী ৯ থেকে ১৪ মে বাংলাদেশের বিপক্ষে চেমসফোর্ডে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই তিনটি একদিবসীয় ম্যাচ হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর ১-৪ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ড।
Ireland have announced a blockbuster schedule for their men's team in 2023 🗓️
Details 👇https://t.co/bw7Upreog2
— ICC (@ICC) March 17, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)