ভারত-পাকিস্তানের যে কোনও ক্রিকেট ভক্তের কাছে ভারত-পাক বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে কবে সে নিয়ে আগ্রহী হয়। আজকের দিনে ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছিল ভারত তাও আবার পাকিস্তানের বিপক্ষে। ভারতের হয়ে ওপেন করতে নেমে সেহওয়াগ ও তেন্ডুলকরের ওপর ৯ বলে ৭টি ডট বল খেলে ভারত। এরপর তৃতীয় ওভারে এক অর্থে বাকি ইনিংসের সুর নির্ধারণ করে দেয় উমর গুলের ওভারে ২১ রানে পাকিস্তানের ফ্রন্টলাইন সিমারদের একজনকে নিশ্চিহ্ন করে দেন। পাঁচ ওভারে ৪৭ রানের জুটি গড়ে গতিশীল ভারতীয় ওপেনিং জুটি। সেহওয়াগ ফিরে গেলে গম্ভীরের সঙ্গে জুটি বাঁধেন সচিন, এরপর গম্ভীরের ব্যাট থেকে হাফ-সেঞ্চুরি পেলেও বিরাট কোহলির পর ফর্মে থাকা যুবরাজ সিংকে ব্যাট করতে পাঠায় ভারত। দু'টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ধীর ভাবে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান সচীন। এরপর তিনি ১১৫ বলে ৮৫ রান করে আউট হন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান করে ভারত।
দেখুন ভারত বনাম পাক সেমিফাইনাল ২০১১
A Sachin Tendulkar masterclass on this day 13 years ago against Pakistan in the Semi Finals of the World Cup.
One of the best parts of this innings was the roar from the crowd when the DRS was overturned. pic.twitter.com/X0xdRf3mIW
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 30, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)