আজ ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথম মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে দিল্লি। মহিলা প্রিমিয়ার লিগের প্রথম আসরই বেশ সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়া এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে। আজ শেষ দিনে মহিলা ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরতে নতুন প্রোমো প্রকাশ করল দিল্লি ক্যাপিটলস। পোস্টের মূল বক্তব্য হল যে, এটি মহিলা প্রিমিয়ার লিগের শেষ নয় এটি নতুন সময়ের দরজা খুলে দেবে ভারতের বহু মহিলা ক্রিকেটারদের জন্য। শুধু তাই নয় এটি প্রেরণা যোগাবে অনেক বালিকা ও কিশোরীদের যারা স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার, হয়তো এখান থেকেই তাঁদের জন্য খুলে যাবে সেই সব মেয়েদের জন্য জাতীয় দলের খেলাত দরজা।
Aaj, iss safar ka aakhri din nahi, ek nayi soch ki shuruaat hai 🌤️
No matter the result tonight,
we will always B. E. L. I. E. V. E. we're part of a bigger change, a bigger journey 💙#TATAWPLFinal #YehHaiNayiDilli pic.twitter.com/jOQSWvTPv2
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)