চোটের কারণে আইপিএল ২০২৩-এর বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। হায়দরাবাদের হয়ে প্রভাব বিস্তার করতে গিয়ে ব্যাট ও বল হাতে বর্তমান অভিযানের শুরুটা ধীরগতির ছিল সুন্দরের। তবে সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে বদলে যায় পরিস্থিতি। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাট ও বল দুটোতেই দুর্দান্ত পারফরমেন্স করেন। সুন্দর দিল্লির বিপক্ষে এক ওভারে তিন উইকেট নেন এবং এতে ডেভিড ওয়ার্নারের বড় উইকেটও অন্তর্ভুক্ত ছিল। সরফরাজ খান ও আমান খানকে মিলিয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এরপর ১৫ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন সানরাইজার্সের হয়ে। তবে এবার হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি আর খেলবেন না। হায়দারাবাদ তাদের টুইটার অ্যাকাউন্টে এটি ঘোষণা করেছে যে সুন্দর বাকি মরসুমে আর খেলবেন না।
🚨 INJURY UPDATE 🚨
Washington Sundar has been ruled out of the IPL 2023 due to a hamstring injury.
Speedy recovery, Washi 🧡 pic.twitter.com/P82b0d2uY3
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)