আগামীকাল দিল্লিতে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামের উদ্বোধন করবেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। অরুণ জেটলির পুত্র রোহন জেটলির হাত ধরেই স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজ শুরু হয়। এর আগে বিশ্বকাপের প্রতিটি ভেন্যুর সংস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল বিসিসিআই। দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) যুগ্ম সম্পাদক রাজন মনচান্দা (Rajan Manchanda) জানিয়েছেন, এই ম্যাচকে কেন্দ্র করে দর্শকরা স্টেডিয়ামকে নতুন রূপে দেখতে পাবেন। শনিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি এই দুই দেশের বিশ্বকাপ অভিযানের সূচনা করবে। সংবাদসংস্থা এএনআই-কে রাজন জানিয়েছেন, 'গত কয়েক মাস ধরে স্টেডিয়ামের অনেক কাজ হয়েছে। ৩৫ হাজার নতুন আসন তৈরি হয়েছে। ৫৮টি নতুন শৌচাগার তৈরি হয়েছে। গোটা স্টেডিয়ামকে রঙিন করে তোলা হয়েছে। এন্ট্রি সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপে স্টেডিয়াম দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।' Shubman Gill Dengue Fever: ডেঙ্গুতে আক্রান্ত শুভমন! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত গিল
BCCI secretary Jay Shah will inaugurate the Arun Jaitley Stadium ahead of the South Africa vs Sri Lanka World Cup match 🏟️🤩#CWC2023 #BCCI #JayShah #ArunJaitleyStadium #SAvSL #CricketTwitter pic.twitter.com/zJ1wNuadDM
— InsideSport (@InsideSportIND) October 6, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)