আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। বাভুমা না থাকায় প্রোটিয়াদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক নির্বাচিত হয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক্সে (পূর্বে টুইটারে) বিষয়টি জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে এই দুই দলের মধ্যকার প্রথম ৫০ ওভারের সিরিজ। আইসিসি ইভেন্টে দুবার মুখোমুখি হয়ে দুই ম্যাচেই জয় পেয়েছে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যখন দুই দল মুখোমুখি হয় তখন দক্ষিণ আফ্রিকা জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা চাইবে বাভুমা শীঘ্রই ফিরে আসুক যাতে তারা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য প্রস্তুত হতে পারে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আন্দিলে সিমেলেন এবং ওয়ানডেতে খেলবেন স্পিনার নাকাবা পিটার ও অলরাউন্ডার জেসন স্মিথ। AFG vs SA 1st ODI Live Streaming: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম ওয়ানডে; সরাসরি দেখবেন যেখানে
টেম্বা বাভুমার পরিবর্তে অধিনায়ক এইডেন মার্করাম
UPDATE!
Proteas One-Day International (ODI) captain Temba Bavuma has been ruled out of the first ODI against Afghanistan on Wednesday, 18 September due to illness.
Aiden Markram will be the stand-in captain.#WozaNawe #BePartOfIt pic.twitter.com/5mnr1lDOWy
— Proteas Men (@ProteasMenCSA) September 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)