ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বুধবার আসন্ন পেটিএম (Paytm) হোম সিরিজের ক্রীড়াসূচী ঘোষণা করল। এই সিরিজ খেলতে ভারতে আসছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।   তিনটি  টি-২০(T20) ম্যাচ দিয়ে সফর শুরু হবে অস্ট্রেলিয়ার। তারপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ (T20) এবং তিন ম্যাচের একদিনের(ODI) সিরিজ অনুষ্ঠিত হবে।

২০ সেপ্টেম্বর মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি(T-20) ম্যাচ খেলবে ভারত। তারপর ২৩ ও ২৫ শে সেপ্টেম্বর নাগপুর এবং হায়দ্রাবাদে হবে দ্বিতীয় এবং তৃতীয় টি২০(T20) ম্যাচটি ।

২৮শে সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ (T20) দিয়ে সিরিজ শুরু হবে । দ্বিতীয় টি- ২০খেলা হবে  গুয়াহাটিতে ২রা অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিনে।এরপর ইন্দোরে শেষ টি-২০ ম্যাচটি হবে ৪ঠা অক্টোবর।এরপর ৬ই অক্টোবর থেকে শুরু হবে একদিনের ম্যাচ। প্রথম খেলা হবে লক্ষৌতে।  ৯ ও ১১ই অক্টোবর রাঁচি ও দিল্লিতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ হবে বলে জানিয়েছে বিসিসি আই।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)