ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia) তাঁর পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। তিনি আরও জানান ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান হিসাবে সঞ্জয় সিংহের নিয়োগে তাঁর আপত্তি রয়েছে। আসলে, সঞ্জয় সিংহও (Sanjay Singh) ব্রিজভূষণের ঘনিষ্ঠ একজন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, 'আমি আমার পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিচ্ছি। এই টুইটটি এই পদক্ষেপের বিষয়ে আমার অফিসিয়াল বিবৃতি।' সম্প্রতি কমনওয়েলথ গেমসের প্রাক্তন সোনাজয়ী অনিতা শেওরানকে (Anita Sheoran) ৪০ ভোটে পরাজিত করেন সঞ্জয় সিং। গতকাল সঞ্জয় সিং-এর নির্বাচনের পর সাংবাদিক সম্মেলন করেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং বিনেশ ফোগত। সেখানে সাক্ষী তাঁর অবসরের কথা জানান এবং বলেন যে সঞ্জয়ও ব্রিজভূষণের মতো মানুষ, তাঁর বিজনেস পার্টনার। সেই কারণে কান্নায় ভেঙ্গে পড়ে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন। Sakshi Malik Retirement: ব্রিজভূষণের সঙ্গী কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অবসর নিলেন সাক্ষী মালিক, দেখুন সাংবাদিক বৈঠকে তাঁর কেঁদে ফেলার ভিডিয়ো
দেখুন পোস্ট
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। 🙏🏽 pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 22, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)