ইন্দোনেশিয়ার অভিজ্ঞ জুটি মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিয়াওয়ানকে হারিয়ে ৫২ বছর পর ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষ ডাবলসে পদক নিশ্চিত করলেন ভারতের শীর্ষ ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। রঙ্কিরেড্ডি এবং শেট্টির ভারতীয় জুটি ২১-১১ এবং ২১-১২ ব্যবধানে জিতেছে। এখন শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপের লি ইয়াং ও ওয়াং চি-লিন। ১৯৭১ সালে এই মহাদেশীয় টুর্নামেন্টে পুরুষ ডাবলসে দীপু ঘোষ ও রমন ঘোষ শেষ জুটি হিসেবে পদক (রৌপ্য) জিতেছিলেন। ১৯৭৮ সালে রূপো জিতেছিলেন দুই কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন ও সৈয়দ মোদী কিন্তু সেটি আমন্ত্রণমূলক অনুষ্ঠানের অংশ ছিল। শেষবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ডাবলসে পদক জিতেছিল ভারত ২০১৪ সালে। সেবার মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন অশ্বিনী পোনাপ্পা ও জ্বালা গুট্টা।
HISTORY SCRIPTED 🥳🥳🥳
➡️ Sat-Chi assured medal for India after 52 years in MD category
➡️ Medal from Indian doubles department after 9 years
Well done boys, proud of you! 🥹🫶@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BAC2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/dz5dG4n7Xe
— BAI Media (@BAI_Media) April 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)