তিনটি সোনা, দুটো রুপো, একটা ব্রোঞ্জ। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের তিনদিনে ৬টা পদক জয়ের পর আজ, সোমবার ভারত্তোলনে আরও একটা নিশ্চিত পদক হাতছাড়া হল ভারতের। পুরুষদের ৮১ কেজি বিভাগে মাত্র এক কেজির জন্য পদক জেতা হল না ভারতের অজয় সিংয়ের। অথচ একটা সময় তিনি সোনা জয়ের খুব কাছে ছিলেন। স্ন্যাচ ও ক্লিন-জার্ক মিলিয়ে অজয় মোট ৩১৯ কেজি তুললেন। সেখানে ব্রোঞ্জ জয়ী কানাডার ভারত্তোলক নিকোলাস ভাচোন তুললেন ৩২০কেজির ভার।
সোনা জয়ী ইংল্যান্ডের ক্রিস মারের সঙ্গে চতুর্থ স্থানে থাকা অজয়ের ফারাক মাত্র ৬কেজি ওজন তোলার। রুপো জয়ী অস্ট্রেলয়ার কেইলি ব্রুস তুললেন ৩২৩ কেজি। একেবারে কয়েক কেজির এদিক ওদিকের জন্য সোনা থেকে খালি হাতের ফারাক হয়ে যেতে হল।
দেখুন টুইট
#IND's Ajay Singh finishes 4th in the men's 81 kg event 🏋️♂️#TeamIndia | #Cheer4India | #B2022 | #CWG2022 pic.twitter.com/m3U8QMdmXw
— Doordarshan Sports (@ddsportschannel) August 1, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)