বলি সিনেমা আর বাস্তব জীবন এক না। অনেক ক্ষেত্রে একথা মনে থাকে না তরুণ প্রজন্মের। ফলে মাঝেমাঝে অদ্ভূত দৃশ্যের দেখা মেলে ভূভারতে। এবার সেরকমই এক ঘটনার সাক্ষী থাকল দিল্লি(Delhi)। মঙ্গল পুরীর সামনেই রিং রোড ফ্লাইওভারে চলন্ত বাইকেই উদ্দাম প্রেমে মাততে দেখা গেল যুগলকে। প্রেমিকাকে বাইকের সামনের দিকের তেলের ট্যাঙ্কে, কার্যত কোলে বসিয়েই জাপটে ধরে বাইক চালাতে দেখা গিয়েছে এক যুবককে। Urban Utsav নামের এক নেটিজেন তার টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন।জানা গেছে ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭.১৫ নাগাদ। ভাইরাল সেই ভিডিও দেখে তৎপর হয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। দেখুন সেই ভিডিও-
Idiot's of Delhi
Time - 7:15pm
Day - Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5
— 𝖀𝖗𝖇𝖆𝖓 𝖀𝖙𝖘𝖆𝖛 🗨️🦂 (@Buntea) July 16, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)