চিতাবাঘ নাকি ক্যাঙারু! দুই পায়ে দাঁড়িয়ে ক্যাঙারুর মত শিকার খুঁজছে বাঘ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। দক্ষ শিকারী হওয়ার পাশাপাশি চিতাবাঘ দ্রুত গতিতে ছুটতে, সাঁতার কাটতে এবং গাছে চড়তে পারদর্শী। চিতার এই সমস্ত গুণাবলি ছোটবেলা থেকেই পাঠ্য বইতে পড়ানো হয়। পৃথিবীর সবচেয়ে বহুমুখী প্রাণীদের মধ্যে একজন হল চিতাবাঘ। তবে ক্যাঙারুর মত দুই পায়ে দাঁড়িয়ে থাকতে পারে চিতা, এমন কথা কেউ শুনেছেন কিংবা এমন দৃশ্য কী দেখেছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে (Kruger National Park) একটি চিতাবাঘকে ক্যাঙারুর মত দু পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ক্যামেরাবন্দি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে দূরে তাকিয়ে একমতে কিছু একটা দেখছে বাগটি। অবাক করা সেই ভিডিও আপনিও দেখুন।
ক্যাঙারুর মতো দু-পায়ে দাঁড়িয়ে চিতাবাঘ
That leopard is looking at his food by standing on two legs. Leopards are one of the most versatile creatures on earth. From Kruger. pic.twitter.com/tNG74rt9R8
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)