হরিয়ানার এক কলেজ ছাত্র-র পুলিশ কর্তাকে চ্যালেঞ্জ জানানোর ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপি শাসিত হরিয়ানার সোনিপথে ড্রাগ বা নেশামুক্তি নিয়ে কলেজ ছাত্রদের নিয়ে করা পুলিশের বিশেষ অনুষ্ঠানে সাড়া ফেলল স্থানীয় এক ছাত্র-র বক্তব্য। মঞ্চে উঠে নেশামুক্তি ও ড্রাগস নিয়ে বলতে ওঠা পুলিশ কর্তাকে থামিয়ে দর্শকাসন থেকে সেই ছাত্র বলে, স্যার এত কথা হচ্ছে এখানে, কিন্তু আমাদের এখানে তো লজেন্স বা ললিপপের থেকে সহজে গাঁজা কিনতে পাওয়া যায়। সামনেই পুলিশ স্টেশন, তার পাশেই তো গাঁজা বিক্রি হয়। এখানে উপস্থিত চারটে কলেজের ছাত্ররা সবাই জানে ওখানে গাঁজা পাওয়া যায়, আর পুলিশ সত্যি কিছু জানে না? নাকি পুলিশও গাঁজা বিক্রেতাদের মদত দেয়?"

অস্বস্তিতে পড়ে পুলিশ কর্তা মঞ্চ থেকে বারবার তাকে থামতে বলেন। কিন্তু সাহসী যুবক নিজের পুরো বক্তব্য শেষ করে। গোটা হল করতালিতে ফেটে পড়ে। যুবকের একটা কথায় হরিয়ানা পুলিশ চ্যালেঞ্জের মুখে।

দেখুন ভাইরাল ভিডিয়ো

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)