কুকুরের (Dog) সামনে হঠাৎ হাজির লেপার্ড। কুকুর থাকার ঘরের দরজায় এসে হাজির হয় লেপার্ডটি (Leopard)। যা দেখে সারমেয়টি যেমন আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে, তেমনি চিৎকারও জুড়ে দেয়। লেপার্ড সামনে থাকলেও, সে যে কোনও কিছুতেই হার মানবে না, তা কার্যত স্পষ্ট করে দেয়। আর সেই কারণেই লেপার্ডটিকে দেখার পর থেকে তার দিকে তেড়ে যেতে শুরু করে কুকুরটি। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরিলির লাডপুর গ্রাম থেকে এমনই একটি ভিডিয়ো সামনে আসে। লাডপুরের ওই গ্রামে বেশ কিছুদিন ধরেই একটি লেপার্ডের হানায় মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। এবার সেই লেপার্ড হানা দেয় স্থানীয় এলাকার এক কুকুরের সামনে। লেপার্ডকে সামনে দেখেও কুকুরটি যে এতটুকু ভয় পায়নি, তা সে কার্যত স্পষ্ট করে দেয়। শেষে কুকুরের তাড়নায় লেপার্ডটি পালিয়ে যায় এবং জঙ্গলে প্রবেশ করে। বেরিলির লাডপুর গ্রামে কীভাবে লেপার্ড তাড়িয়ে দেয় কুকুরটি, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

আরও পড়ুন: Dog Saves 67 Lives From Himachal Landslide: 'মারণ কূপ' থেকে ৬৭ জনকে বাঁচাল সারমেয়, হিমাচলে ধসের আগে প্রবল ডাকাডাকি করে ২০টি পরিবারের প্রাণ রক্ষা কুকুরের

দেখুন কুকুরের তাড়াল পালাল লেপার্ড...

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)