চিনের ঝেজিয়াং প্রদেশের ১১ বছরের এক কিশোর সবাইকে চমকে দিলেন। মহাকাশ বিজ্ঞানের মত জটিল হিসেবে ক্ষেত্রে ১১ বছরের ছোট্ট ইয়ান হংসেন তাক লাগিয়ে দেওয়া কাজ করল। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা-র পর অনলাইন থেকে প্রোগামিং শিখে সেই ১১ বছরের কিশোর লিখে ফেলল মহাকাশে রকেট পাঠানোর ক্ষমতা রাখা রকেট। ৬৯৯ লাইনের কোড লিখে সেই কিশোর প্রমাণ করল, বয়সটা শুধুই একটা সংখ্যা। নিজের বাড়ির সিঁড়ির ঘরে সে রকেট ল্যাবটারি খোলে।
অনলাইনেই সব পড়াশোনা করে রকেট তৈরির কোড লিখে ফেলে সে। এরপর সে নিজে বাবার থেকে টাকা চেয়ে রকেট বানিয়ে তা সফলভাবে আকাশে ওড়ায়। তবে মহাকাশে পাঠানোর মত রকেট সে তৈরি করতে পারেনি। কিন্তু সেটার জন্য সব সঠিক কোড লিখে দিয়েছে। তা পালন করলেই রকেটে সফলভাবে মহাকাশে পাড়ি দিতে পারবে।
দেখুন খবরটি
An extraordinary
Read more 🔗 https://t.co/IRUDK5ivA5 pic.twitter.com/t71SxVA46O
— The Times Of India (@timesofindia) July 29, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)