Car Sunroof Accident Video: গাড়ির সানরুফ খুলে মজায় সফর, এখন রাতের কলকাতার চেনা ছবি। সেই সব সানরুফ খুলে গাড়ি সফরে বেশিরভাগ সময়ই শিশু, কিশোর-কিশোরীদেরই দেখা যায়। সানরুফ খুলে মাথা বের করে দাঁড়িয়ে ওরা উপভোগ করছে। কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুর এক ব্যস্ত রাস্তায় ঘটে গেলো এই নিয়ে এক দুর্ঘটনা। একটি লাল রঙের এসইউভি চলন্ত গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে দাঁড়িয়েছিল এক ছোট্ট ছেলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়ি চলতে চলতেই লাল রঙের জামা পড়া একটি ছোট্ট বাচ্চা আনন্দে চারপাশে তাকাচ্ছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সামনে থাকা নিচু ওভারহেড ব্যারিয়ারে সেই ছোট্ট ছেলেটির মাথায় জোরে আঘাত করে।

ঘটনার পর ছেলেটিকে তৎক্ষণাৎ নিচে বসে যেতে দেখা যায়, তবে গাড়িটি না থেমে চলতে থাকে। ঠিক কতটা আঘাত পেয়েছে বা সে আহত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এই ভিডিওটি প্ল্যাটফর্ম ‘এক্স’-এ শেয়ার হওয়ার পরই ভাইরাল হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ রাগ আর ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, "এ ধরনের বিপজ্জনক কাজের জন্য পুরোপুরি দায়ী অভিভাবকেরাই।" অনেকে আবার সানরুফ ফিচার ভারতে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।

দেখুন ভাইরাল ভিডিওটি

(ভিডিওটির সত্যতা লেটেস্টলি মিডিয়া এখনও যাচাই করতে পারেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে রাস্তা নিরাপত্তার প্রশ্ন।)

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)