মহালয়া থেকেই বেজে গেছে বাঙালির দুর্গোৎসবের ঢাকে কাঠি। শুরু হয়ে গেছে শহরবাসীর প্যান্ডেল হপিং। তবে যে কটি পুজো দেখার জন্য বাঙালি লাইন লাগায় রাতভোর তাঁদের মধ্যে অন্যতম দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ (Suruchi Sangha)। মহালয়ার দিন প্রথা মেনেই শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গোৎসব সুরুচি সংঘের (Suruchi Sangha) থিম সং (theme song) এবং থিম নোট প্রকাশিত হয়েছে। এবার ৭২ তম বর্ষে সুরুচি সংঘের (Suruchi Sangha)  থিম (theme) ‘আহুতি’ (sacrifice), যা বাংলার স্বাধীনতার সংগ্রামীদের আহুতিকে উৎসর্গ করেই তৈরি হয়েছে। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ‘অনুশীলন সমিতি’, তার সদস্য-সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ফুটে উঠেছে শিল্পী অনির্বাণ দাসের তৈরি থিমে।

সুরুচি সংঘের লুক-

থিম সং ও থিম উন্মোচন-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)