স্যান্ডউইচে (Sandwich) মিলল কৃমি। ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর বিমানে। স্যান্ডউইচে কৃমি পাওয়ার ঘটনা নিজের ইন্সটাগ্রামে তুলে ধরেছেন খুশবু গুপ্তা নামের এক ডায়টেশিয়ান। ২৯ ডিসেম্বর সকালে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন ওই মহিলা। সকালে খাবার পাওয়া সময় স্যান্ডউইচের ভেতরে কৃমি দেখতে পান তিনি।

এই বিষয়ে তিনি বিমান কর্তৃপক্ষকে জানালে তাদের পক্ষ থেকে খাবারটি পরিবর্তন করে দেওয়ার কথা জানানো হয়। এই বিষয়ে বিমান কর্তৃপক্ষে তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে ঘটনার তদন্ত করে তখনই স্যান্ডউইচ দেওয়া বন্ধ করা হয়। বিষয়টি তদন্তে অধীনে রয়েছে এবং ক্যাটরিয়ের পক্ষ থেকে যাতে সঠিক পদক্ষেপ নেওয়া হয় সেটি নিশ্চিত করা হয়েছে। খাবারের জন্য যাত্রীর কাছে ক্ষমাও চেয়েছে বিমান কর্তৃপক্ষ।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)