তামিলনাড়ুর ভেলেরো চাঞ্চল্যকর ঘটনা। এক মহিলাকে ব্যবসার টাকা ফেরত দেওয়ার নাম করে হোটেলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। ৩০ বছরের এক মহিলা তার জমি বিক্রি করে আলতাফ দাসিন নামের এক ব্যবসায়ীর ব্যবসায় ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতিমত সেই টাকা ফেরত না দেওয়ায় আলতাফকে বারবার চাপ দিচ্ছিলেন সেই মহিলা। এরপর সেই ব্যক্তি টাকা ফেরত দেওয়ার নাম করে সেই মহিলাকে হোটেলে ডাকে। হোটেলের ঘরে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদকজাত নেশার বস্তু মিশিয়ে খাইয়ে, এরপর সেই ব্যক্তি ও তার সঙ্গীরা মহিলাটিকে গণধর্ষণ করে। ধর্ষণের সময় তারা ভিডিয়ো তুলে রাখে। ধর্ষণের কথা পুলিশকে বললে, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকিও দেওয়া হয়।

সেই হুমকিতে ভয় না পেয়ে নির্যাতিতা মহিলা স্থানীয় মহিলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত নেমে এই কাণ্ডের সঙ্গে ৩ মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মহিলাকে হোটেলে ডেকে এনে ধর্ষণ

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)