চলতি মাসেই ১২ তারিখ হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। মঙ্গলবার বিলাসপুরে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তিনি। ফেরার পথে দেখেন রাস্তা জুড়ে গাড়ির লম্বা লাইন। কনভয় থেকে উকি মেরেই জিজ্ঞাসা করলেন কী হয়েছে? শুনলেন, সামনের রাস্তায় আটকে পড়েছে একটি বাস। সেই কারণেই রাস্তায় ব্যাপক জ্যাম। বাসটিকে বের না করা অবধি গাড়ি চলাচল শুরু করা সম্ভব নয়। ব্যাস আর কি, এই কথা শুনেই গাড়ি থেকে নেমে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এগিয়ে গেলেন সাহায্য করতে। হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সাধারণ যাত্রীদের সঙ্গে বাস ঠেলতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকেও।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েও অনুরাগ ঠাকুর যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং বাকি সাধারণ যাত্রীদের মতোই বাস ঠেলতে হাত লাগান, তাতে আপ্লুত বাসের চালক ও যাত্রীরা। বাস চালককে কেন্দ্রীয়মন্ত্রীর হাত ধরে ধন্যবাদ জানাতেও দেখা যায়।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)