জনবহুল রাস্তায় গাড়ি পার্ক করলে অধিকাংশ সময়েই গাড়ির চাকাতে তালা লাগিয়ে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ।গাড়ির চাকা এমনভাবে লক করে রাখা হয় যাতে চালক গাড়ি নিতে না পারে। কিন্তু সেই ব্যবস্থাকে কার্যত নিমেষে উড়িয়ে দিয়েছেন এক গাড়ির মালিক। এমনই একটি ভিডিও সামনে এসেছে মধ্যপ্রদেশের রতলাম শহর থেকে। এই ভিডিওতে ট্রাফিক পুলিশ রাস্তার ওপর পার্ক করা একটি গাড়ির চাকা লক করে চলে যাওয়ার পর দেখা যায় সেখানে গাড়ির মালিক এসে উপস্থিত হন। তিনি ওই একই জায়গায় তালা লাগানো গাড়ির টায়ার পরিবর্তন করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। এ যেন পুলিশকে এক গোল দেওয়া। দেখে নিন সেই ভিডিও-
Ratlam News: पुलिस ने कार के पहिये में लगाया लाक, चालक पहिया बदल कर ले गया वाहन#mpnews #ratlamnews #crimenews #Naidunia https://t.co/i5uR3yodWR pic.twitter.com/Jxam9C8vxv
— NaiDunia (@Nai_Dunia) April 10, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)