লিফটের (Lift Door) দরজা কেন খোলা হয়নি। লিফটের দরজা বন্ধ করার অপরাধে একের পর এক চড় খেতে হল এক কিশোরকে। ১২ বছরের এক কিশোরকে বেধড়ক পেটানো হল লিফটের দরজা বন্ধ করে রাখার অপরাধে। মহারাষ্ট্রের (Maharashtra) থানে (Thane) থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, লিফটর দরজা বন্ধ করে দেওয়ায়, ওই কিশোরকে প্রথমে চড়, থাপ্পড় মারতে শুরু করেন এক ব্যক্তি। তারপর ওই কিশোরের হাতও কামড়ে দেন তিনি। লিফটের ভিতরে আরও এক মহিলা ওই সময় হাজির ছিলেন ঠিকই কিন্তু তিনি কোনওভাবে বাচ্চাটিকে রক্ষা করতে পারেননি। তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে ওই ছেলেটির উপর নির্যাতনের ছবি দেখে যান ক্রমাগতভাবে। কোনও কিছু করতে পারেননি তিনি। এরপর লিফট থামতেই ওই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে কোনওক্রমে বেরিয়ে যেতে দেখা যায় ওই মহিলাকে। থানের ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো যেখানে ওই কিশোরকে চড়, থাপ্পড় মারতে শুরু করেন 'মানসিক বিকারগ্রস্থ' ব্যক্তি...
Caught on cam: Man slaps and bites 12-year-old boy for not holding the lift in Maharashtra's Ambernath.#Viral #ViralVideo #Maharashtra #Trending pic.twitter.com/1JIwWtGFob
— TIMES NOW (@TimesNow) July 9, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)