ভারত-পাকিস্তান (IND vs PAK Asia Cup 2025) ম্যাচ নিয়ে যখন উত্তেজনা চরমে, সেই সময় এক অদ্ভুদ ছবি চোখ পড়ল। ঘটনাস্থল বেঙ্গালুরু (Bengaluru)। এবার বেঙ্গালুরু শহরে এক ব্যক্তিকে দেখা যায়, পাকিস্তানের (Pakistan) পতাকা আঁকা টিশার্ট পরতে। বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্যে ওই ব্যক্তিকে দেখা যায়, পাকিস্তানের পতাকা আঁকা গেঞ্জি পরে ঘুরে বেড়াতে। পাকিস্তানের পতাকা আঁকা ওই গেঞ্জিতে ভারতের পতাকার গেরুয়া রংও দেখা যায়। ভারতের পতাকার রঙের সঙ্গে কেন পাকিস্তানের পতাকা মিশিয়ে আঁকা হল এবং তা কেন গায়ে চড়ালেন ওই ব্যক্তি, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভারতে থেকে পাকিস্তানের পতাকা কেন, এমন প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। কেন পাকিস্তানের পতাকার ছবি ভারতের মাটিতে থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলে ওই ব্য়ক্তির গ্রেফতারির দাবি করা হয়। বেঙ্গালুরু সিটি পুলিশ, ডিজিপিকে ট্যাগ করে বহু মানুষ সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানান। পাশাপাশি কেন এখনও ওই যুবককে গ্রেফতার করা হল না, তা নিয়েও প্রশ্ন ওঠে   একের পর এক করে।

আরও পড়ুন: Diljit Dosanjh On IND vs PAK Asia Cup 2025: 'একজন পাঞ্জাবি কখনও দেশের বিরুদ্ধে যেতে পারে না', ভারত-পাকিস্তান ম্যাচের পর মুখ খুললেন দিলজিৎ

দেখুন সেই ভিডিয়ো যেখানে পাকিস্তানের পতাকা পোশাকে এঁকে ঘুরে বেড়াতে দেখা যায় এক যুবককে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)